আজ আসছে মালদ্বীপের উপহারের টিকা

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১, ১১:৩০ এএম

করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশকে ২ লাখ ৬০০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিচ্ছে মালদ্বীপ।

শুক্রবার (৮ অক্টোবর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে টিকার চালান ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

এর আগে বুধবার (৬ অক্টোবর) রাতে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানায়।

ফেসবুক পোস্টে বলা হয়, বাংলাদেশকে বন্ধুত্বের নিদর্শনস্বরূপ এই টিকা দিচ্ছে মালদ্বীপ। ২ লাখ ১ হাজার ৬০০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার টিকা উপহার দেওয়া হবে।

মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম ও মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এই উপলক্ষে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, মালদ্বীপের দেওয়া উপহারের এই টিকা দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে।