মিরপুরে এবার ৪ মেয়ে শিশু নিখোঁজ

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১, ০৯:২২ পিএম

রাজধানীর মিরপুর থেকে এবার চার মেয়ে শিশু নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় দু’টি জিডি করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে মিরপুরের জনতা হাউজিং এলাকা থেকে দুই শিশু ও গত ২৯ সেপ্টেম্বর আনসার ক্যাম্প এলাকা থেকে দুই শিশু নিখোঁজ হয় বলে জানিয়েছে পুলিশ।

মিরপুরের জনতা হাউজিং থেকে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজন গৃহকর্মী বলে জানা গেছে। 

নিখোঁজ দুই শিশু হলো- রোদেশী বিশ্বাস (১৪) ও গৃহকর্মী মেরিলা (১৩)। রোদেশী একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী।

এছাড়াও গত ২৯ সেপ্টেম্বর মিরপুরের আনসার ক্যাম্প এলাকা থেকে নিখোঁজ হয় আরও দুই মেয়েশিশু। তাদের একজনের বয়স ১০ বছর। আর অন্যজনের বয়স ১৩ বছর। তারা দুই জনেই প্রতিবেশী। 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাজিজুর রহমান বলেন, “জনতা হাউজিং এলাকা থেকে নিখোঁজ দুই জনের মধ্যে একজন স্কুলছাত্রী। তার বাবা নেই। মা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অন্যজন ওই বাসারই গৃহকর্মী। আর আনসার ক্যাম্প এলাকায় নিখোঁজ একজনের বাবা রিকশাচালক। অপরজনের পরিবার পুলিশের সঙ্গে কোনো যোগাযোগ করেনি।”