রাজধানীর মোহাম্মদপুরের টাউনহল সংলগ্ন বিহারি ক্যাম্পে তীব্র পানি সংকট দেখা দিয়েছে।
শনিবার (২ অক্টোবর) ওই এলাকায় গেলে কয়েকজন বাসিন্দা বলেন তিনদিন ধরে খাওয়া, রান্না ও গোসল করার কোনো পানি নেই।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মোহাম্মদপুরের টাউনহল সংলগ্ন বিহারি ক্যাম্পে পানির জন্য অনেকে হাতে বালতি, কলসি ও বোতল নিয়ে দাঁড়িয়ে আছেন। পুরো এলাকার কোথায়ও পানি নেই।
ক্যাম্পের বাসিন্দা সালেহা বানু অভিযোগ করে বলেন, “তিনদিন ধরে গোসল করতে পারছি না। পাশের এলাকায় গেলে কেউ পানি দিতে চায় না। দুই মাস ধরেই ঠিকমত পানি নেই।”
রান্নার জন্য অনেক কষ্ট করে পানি সংগ্রহ করতে হয় উল্লেখ করে সালেহা বানু বলেন, “অনেক সময় পানি না পেয়ে ঠিকমতো রান্না করতে পারছি না। এর জন্য খাওয়া দাওয়া করতে পারছি না। বাচ্চাদের নিয়ে অনেক কষ্টে দিন পার করছি। কবে ঠিকমত পানি পাব তাও জানা নেই।”
তার মত এমন আরও অভিযোগ করেন ক্যাম্পের খোদেজা আক্তার, জহিরুল ইসলামসহ অনেকেই।
এ বিষয়ে ঢাকা ওয়াসার মডস জোন-৩ কর্মকর্তা নির্বাহী প্রকৌশলী সৈয়দ মোস্তাকিম হোসেন সংবাদ প্রকাশকে জানান, গত কয়েকদিন আগে পানির সমস্যা থাকার কারণে নিয়মিত পানি সাপ্লাই দিতে হিমসিম খেতে হয়েছিল। ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি।”
বিষয়টি আমরা দ্রুত সমাধান করার চেষ্টা করছি উল্লেখ করে মোস্তাকিম হোসেন বলেন, “আমি ওই এলাকায় গিয়ে দেখব কেন সমস্যা হচ্ছে। আসলে পানির সমস্যা থাকার কথা নয়।”