‘তামিমা ফিরতে চাইলে আপত্তি নেই’

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১, ০৪:৪৯ পিএম

তামিমা তাম্মি ফিরতে চাইলে আপত্তি নেই, তাকে গ্রহণ করবেন বলে জানিয়েছেন ব্যবসায়ী রাকিব হাসান।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাকিব এ কথা বলেন।

এ সময় তাকে প্রশ্ন করা হয় তামিমা যদি ফিরে আসতে চায়, তাকে কি আপনি গ্রহণ করবেন? জবাবে রাকিব বলেন, “তামিমা আইনত এখনো আমার স্ত্রী। সে যদি ফিরতে চায়, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই।”

রাকিব আরও বলেন, “পিবিআইয়ের সুষ্ঠু তদন্তে বেরিয়ে এসেছে প্রকৃত ঘটনা। নাসির ও আমার স্ত্রী তামিমা অবৈধভাবে বিয়ে করেছে। তামিমা যদি সংসার করতে চায়, সে বিষয়টিও আমি বিবেচনায় নেব। এ বিষয়ে আমি আমার আইনজীবীর সঙ্গে পরামর্শ করব। আমার দায়ের করা মামলায় যেহেতু আদালতে চার্জশিট জমা হয়েছে, সেহেতু বিচারিক কার্যক্রমের মধ্য দিয়েই আমি এমনটা চাইব।”

এর আগে নাসির ও তামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেন মামলার বাদী ব্যবসায়ী রাকিব হাসান। রাকিবের আইনজীবী ইশরাত হাসান বলেন, “মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) একটি প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদন আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন করেছি।”  

আজ বৃহস্পতিবার নাসির ও তামিমার বিয়ে অবৈধ বলে প্রতিবেদন দাখিল করেছে পিবিআই। পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান এ প্রতিবেদন দাখিল করেছেন।

চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেন নাসির ও তামিমা। এরপরই নাসিরের বিরুদ্ধে অপরের স্ত্রীকে বিয়ে করার অভিযোগ ওঠে। গত ২৪ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে মামলা করেন রাকিব।