বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের খাদেমের মৃত্যু

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৪:০৭ পিএম

রাজধানীর ধানমন্ডিতে ঈদগাহ মাঠে ঘাস কাটার সময় মো. আতিকুল ইসলাম (৫০) নামের মসজিদের খাদেম বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। 

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ধানমন্ডির ৬/এ ঈদগাহ মসজিদের মাঠে ঘাস কাটার মেশিন থেকে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন তিনি। পরে তাকে অচেতন অবস্থা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মসজিদের মুয়াজ্জিন আবু ইউসুফ বলেন, “ঈদগাহ মাঠের ঘাস মেশিন দিয়ে ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত হন খাদেম। পরে আমরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আমাদের এখানে ১০-১১ বছর ধরে খাদেমের দায়িত্ব পালন করছেন।” 

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, “মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।”

ধানমন্ডি থানাকে বিষয়টি জানানো হয়েছে বলে জানান তিনি।