পরীমনিকে রিমান্ড দেওয়া দুই বিচারকের ক্ষমা প্রার্থনা

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২১, ১১:১৬ এএম

চিত্রনায়িকা পরীমনিকে মাদক মামলায় দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডে নেওয়ায় দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছেন দুই বিচারক।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুই বিচারক দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছেন।

পরীমনিকে মাদক মামলায় দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডের নেওয়ার কারণ দুই আইনজীবীর কাছে ব্যাখা চাওয়ার পরিপ্রেক্ষিতে বুধবার (১৫ সেপ্টেম্বর) হাইকোর্ট শুনানি করবে।

এর আগে পরীমনিকে রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা নিয়ে নিম্ন আদালতের দুই বিচারকের কাছে ব্যাখ্যা চান হাইকোর্ট। মামলার নথিসহ মামলার তদন্ত কর্মকর্তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

গত ১৯ আগস্ট পরীমনির জামিন আবেদন নাকচ করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এর বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন পরীমনি। আদালত ১৩ সেপ্টেম্বর শুনানির দিন রাখেন।

২০ আগস্ট নির্ধারিত সময়ের আগে শুনানি চেয়ে আবেদন করেন পরীমনির আইনজীবী। ২২ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালতের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ও অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে ২৫ আগস্ট হাইকোর্টে আবেদন করেন পরীমনির আইনজীবী।