রাজধানীর বুকে চলল স্বপ্নের মেট্রোরেল

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১, ০৪:৫৯ পিএম

রাজধানীতে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে স্বপ্নের মেট্রোরেল। শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত নগরীতে মেট্রোরেল চলাচল করে। প্রথমবারের উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুরের পল্লবী স্টেশন পর্যন্ত উড়াল রেলপথে এই ট্রেন পরিচালনা করা হয়।

আগামী রোববার (২৯ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এই রুটে পরীক্ষামূলক মেট্রোরেল চলাচল শুরু করবে। তারই প্রস্তুতি হিসেবে শুক্রবার ৬টি বগি নিয়ে একটি মেট্রোরেল চলানো হয়। যারা এই সময় ওই উড়াল রেলপথের আশপাশে ছিলেন তারা প্রথমবারের মতো মেট্রোচলাচলের সাক্ষী হতে পেরেছেন।

বিষয়টি নিশ্চত করেন মেট্রোরেলের গণসংযোগ কর্মকর্তা মৌসুমী হাবিব। তিনি সংবাদ প্রকাশকে বলেন, ‍“আজ প্রস্তুতি হিসেবে মেট্রোরেল চালানো হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক চলাচল শুরু করবে আগামী রোববার।”

মেট্রোরেল প্রকল্প সূত্রে জানা যায়, এখন পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলাচল শুরু করলেও যাত্রী পরিবহন শুরু হবে ২০২২ সালে। বর্তমানে প্রকল্পের  প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। করোনার কারণে উন্নয়ন প্রকল্প কিছুটা ব্যহত হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার প্রত্যাশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।