‘বিদ্যুতের নামে খাম্বা দিয়েছিল বিএনপি সরকার’

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২, ০৩:৩৯ পিএম

বিএনপি সরকার বিদ্যুতের নামে খাম্বা দিয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

তিনি বলেছেন, “বৈশ্বিক অবস্থার কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোডশেডিং হচ্ছে।”

শনিবার (৫ নভেম্বর) সকালে কামরাঙ্গীরচরে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম কমিউনিটি সেন্টারে আয়োজিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে কামরাঙ্গীরচরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রায় ৬০ লাখ টাকা প্রদান করা হয়।

কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন সরদারের সভাপতিত্বে ও  সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান মাদবরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামিয়া নূরিয়া মাদ্রাসার মোহাতামিম মাওলানা মো. ক্বারী আতাউল্লাহ হাফেজ্জী, ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেনসহ আরও অনেকে।