মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শনিবার (২১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম শুনানি শেষে এ আদেশ দেন।
রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় আজ দুপুরে পরীমনিকে তৃতীয় দফায় এক দিনের রিমান্ড শেষে আদালতে আনা হয়েছে।
তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করা হয়। তবে পরীমনির বিরুদ্ধে আর রিমান্ড চাইবে না পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (১৬ আগস্ট) পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফায় রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে পরীমনিকে প্রথম দফায় চার দিন ও দ্বিতীয় দফায় দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে মামলার তদন্ত সংস্থা সিআইডি।
এর আগে বুধবার (১৮ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে পরীমনির আরও পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে সিআইডি। এ বিষয়ে শুনানির জন্য বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার চিত্রনায়িকা পরীমনিকে মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করে শুনানি শেষে তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
১৬ আগস্ট মাদক মামলায় পরীমনির জামিন চাওয়া হয়েছিল। তবে তার বিরুদ্ধে ফের পাঁচদিনের রিমান্ড আবেদন করেন সিআইডির তদন্ত কর্মকর্তা। তাই বুধবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির বিষয়ে ১৯ আগস্ট দিন ধার্য করা করেন। রিমান্ড আবেদন পেন্ডিং থাকায় সেদিন জামিন আবেদনের শুনানি গ্রহণ করেননি আদালত।