আশুরায় রাজধানীতে তাজিয়া মিছিল

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২০, ২০২১, ১২:৪৯ পিএম
ছবি : রহিম রানা

পবিত্র আশুরা উপলক্ষে প্রতিবছর রাজধানীতে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল বের হয়েছে। শুক্রবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার ইমামবাড়া হোসেনি দালান থেকে মিছিলটি বের হয়ে চকবাজার, লালবাগ, আজিমপুর, নিউমার্কেট ও জিগাতলা বাসস্ট্যান্ডের দিকে যায়।

অবশ্য করোনা পরিস্থিতির কারণে তাজিয়া মিছিল বন্ধ ঘোষণা করেছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

তাজিয়া মিছিলের শতাধিক যুবক অংশ নেন। এর আগে হোসেনি দালান এলাকায় জড়ো হন তারা।

হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেন (রা.)-এর শহীদ হওয়ার স্মরণে প্রতিবছর শিয়া সম্প্রদায় এ তাজিয়া মিছিল বের করে থাকে। 

এদিকে পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন।

হিজরি ৬১ সনের ১০ মহররম এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তার পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। এ ঘটনা স্মরণ করে বিশ্বমুসলিম যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করে থাকে। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে তাদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে রয়েছে।