বিমানে ১৪ ঘণ্টা তল্লাশির পর উদ্ধার ১৬ সোনার বার

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২, ০৪:৩৪ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ থেকে ১৬টি সোনার বার জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত সোনার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

রোববার (১১ সেপ্টেম্বর) মধ্যরাতে বারগুলো জব্দ করা হয় বলে জানিয়েছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।

ঢাকা কাস্টমস হাউস জানায়, দুবাই থেকে আসা বোয়িং-৭৭৭ মডেলের বিমানের বিজি-৩৪৮ ফ্লাইটটি রোববার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটিতে সোনার চালান রয়েছে জানতে পেরে কাস্টমস কর্মকর্তারা অভিযান চালায়।

তবে কোনোভাবেই সোনার খোঁজ পাচ্ছিলেন না তারা। প্রায় ১৪ ঘণ্টার বেশি সময় তল্লাশির পর ১৬টি সোনার বার উদ্ধার করেন তারা। উদ্ধারকৃত বারগুলোর ওজন ১ কেজি ৮৫৬ গ্রাম।

বিমানের ১৭-জে এবং ১৯-জে নম্বর সিটের নিচে পাইপের ভেতরে বারগুলো রাখাছিল বলে জানিয়েছে কাস্টমস কর্তৃকক্ষ।

এ ঘটনায় ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা জোহরা খানম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেছেন।