ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৫১, মৃত্যু ১

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ৩১, ২০২২, ০৮:০৫ পিএম

গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ২৫১ জন। একই সময়ে মারা গেছেন আরও একজন।

বুধবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, আক্রান্তদের মধ্যে ২০৩ জন ঢাকার এবং ঢাকার বাইরে ৪৮ জন। আর এই মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫২১ জন। তাছাড়া এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়ার সংখ্যা ২১ জন, যার মধ্যে একজন গত ২৪ ঘণ্টায় মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭৮৪ জন রোগী ভর্তি। এর মধ্যে ঢাকাতেই আছে ৬৭৫ জন, বাকি ১০৯ জন অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৬ হাজার ১৮১ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৫ হাজার ৩৭৬ জন।