‘মন্ত্রিত্বের জন্য অনেকেই দল ছেড়ে দেয়’

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ৩১, ২০২২, ১২:৪০ পিএম
ফাইল ফটো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দল গঠনের জন্য মন্ত্রিত্ব ছেড়েছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, “বর্তমান সময়ের ছাত্রনেতারা এ ঘটনা থেকে শিক্ষা নিতে পারেন। আজকে আমরা দেখি মন্ত্রিত্ব করার জন্য অনেকেই দল ছেড়ে দেয়।”

বুধবার (৩১ আগস্ট) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ছাত্ররাজনীতি করতে হলে ইতিহাস জানতে হবে, উল্লেখ করে বঙ্গবন্ধুকন্যা বলেন, “দেশ চালাতে গেলে ইতিহাস জানার প্রয়োজন আছে। দূরদৃষ্টিসম্পন্ন হতে হবে। এই দেশের ভবিষ্যৎ, আমরা কী করব, সেই চিন্তাভাবনা থাকতে হবে।”

দক্ষ জনশক্তি চাই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “চতুর্থ শিল্পবিপ্লব আসবে। তার উপযুক্ত নাগরিক হিসেবে আমাদের প্রজন্মের পর প্রজন্ম নিজেদের প্রস্তুত করতে হবে।”

প্রযুক্তি শিক্ষায় গুরুত্ব দিয়ে সরকারপ্রধান বলেন, “এখন তথ্যপ্রযুক্তির যুগ। বিজ্ঞানের যুগ। শিক্ষায়-দীক্ষায় তাল মিলিয়ে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সেভাবে নিজেদের তৈরি করতে হবে। দেশ চালাতে গেলে শিক্ষার প্রয়োজন আছে।”

তিনি আরও বলেন, ‘বিশেষ পরিস্থিতিতে বঙ্গবন্ধুর নেওয়া অগ্রগামী সিদ্ধান্ত বাংলাদেশের স্বাধীনতার পথ সুগম করেছে।”