‘আ.লীগকে ক্ষমতায় আনতেই ইভিএমের সিদ্ধান্ত’

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৬, ২০২২, ০৩:১৬ পিএম

আওয়ামী লীগকে ক্ষমতায় আনতেই নির্বাচন কমিশন ১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, “২০১৪ ও ২০১৮ সালের মতো আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে কমিশন। তাদের এই সিদ্ধান্ত জনগণ মানবে না।”

শুক্রবার (২৬ আগস্ট) সকালে মুক্তিযোদ্ধা দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

ইভিএম কেন, বর্তমান কমিশনের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যাবে না উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, “সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও গোষ্ঠীতন্ত্রের স্বার্থ চরিতার্থের জন্য দেশের দুরবস্থা তৈরি হয়েছে। ক্ষমতাসীনদের ব্যর্থতার জন্য মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।”

খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, “নতুন কমিশনের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন হতে হবে। অবিলম্বে সংসদ বাতিল করে সরকারকে পদত্যাগ করতে হবে।”