বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) মোহাম্মদ আলী মিয়া।
মঙ্গলবার (২৩ আগস্ট) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন তিনি। এসময় সিআইডি -এর পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৬ আগস্ট মোহাম্মদ আলী মিয়াকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়। ওইদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পদায়ন করা হয়।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপির দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ আলী মিয়া। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে। পুলিশের এই মেধাবী কর্মকর্তা বিসিএস পুলিশ ১৫তম ব্যাচের সদস্য।
মোহাম্মদ আলী মিয়া ডিআইজি হিসেবে পুলিশের বিশেষ শাখা (এসবি), ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, হবিগঞ্জ ও মানিকগঞ্জের জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।