খোলা বাজারে ডলারের দাম ১১৯ টাকা ছাড়াল

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১০, ২০২২, ০৫:১৬ পিএম

দেশের বাজারে ডলারের দাম কেবল বাড়ছেই। এতে ইতিহাসের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। বর্তমান প্রতি ডলারের দাম ১১৯ টাকা ছাড়িয়েছে।

বুধবার (১০ আগস্ট) খোলা বাজারে ডলার ব্যবসায়ী ও মানি এক্সচেঞ্জের কর্মীদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, এতোদিন যারা রাস্তায় ডলার কেনাবেচা করতেন, কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ভয়ে তারা সরাসরি কেনাবেচা করছেন না। এ ছাড়াও রাজধানীর বেশিরভাগ মানি এক্সচেঞ্জে নগদ ডলারের সংকট দেখা দিয়েছে। গ্রাহকরা বিক্রির চেয়ে কিনছেন বেশি।

এর আগে, মঙ্গলবার (৯ আগস্ট) প্রতি ডলারের দাম ছিল ১১৪ থেকে ১১৫ টাকা।