ট্রেনের ভাড়া বাড়তে পারে: রেলমন্ত্রী

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ৭, ২০২২, ০৯:৫৭ পিএম

জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় ট্রেনের ভাড়া বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

তিনি বলেছেন, “ট্রেন ও বাসের ভাড়ার মধ্যে বিশাল ব্যবধান রয়েছে, যা ট্রেনের ওপর বিশাল চাপ তৈরি করবে। তাই আমাদের ট্রেনের ভাড়া সমন্বয় করতে হতে পারে। এই বিষয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি।”

রোববার (৭ আগস্ট) রেল ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ রেলওয়ে একটি রাষ্ট্রীয় সংস্থা। তাই ট্রেনের ভাড়া বাড়াতে চাইলে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিতে হবে জানিয়ে রেলমন্ত্রী বলেন, “আমরা এখনো এ ধরনের কোনো সিদ্ধান্ত নেইনি। তবে ডিজেল দিয়ে ট্রেন চলে, যার দাম বেড়ে বর্তমানে অনেকাংশে বেড়ে গেছে। ফলে রেল পরিচালনায় ফুয়েলিং কস্ট বেড়ে যাবে। আবার বাসের ভাড়া বাড়ায় ট্রেনের ওপর ব্যাপক যাত্রীর চাপ পড়বে। এটা সমন্বয় করতে ট্রেনের ভাড়া বাড়তে পারে।”

এর আগে, শুক্রবার (৫ আগস্ট) রাতে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ভোক্তা পর্যায়ে ৩৪ টাকা বাড়ায় সরকার। অকটেনের দাম বাড়ে ৪৬ টাকা, পেট্রোলের দাম বাড়ে ৪৪ টাকা। অর্থাৎ রাত ১২টার পর থেকে ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রোল ১৩০ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে।

এরপর শনিবার (৬ আগস্ট) বাসভাড়া সমন্বয় করে বিআরটিএ। এ ছাড়া সরকারের কাছে লঞ্চের ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে মালিকরা।