চুলা জ্বালাতে গিয়ে দগ্ধ মা ও ছেলে

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৫, ২০২২, ০১:৩৪ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়েছেন মা ও ছেলে। গ্যাসের সিলিন্ডারে লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (৫ জুলাই) সকাল ৬টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

দগ্ধ মায়ের নাম আম্বিয়া খাতুন (৪৫)। তার ছেলের নাম মো. কাজল (১৬)।

আম্বিয়ার মেয়ের জামাই নুর আলম জানান, তার শাশুড়ি গ্যাসের চুলায় রান্নার জন্য দেশলাই জ্বালাতে যান। এ সময় আগুন ছড়িয়ে পড়ে। এ সময় মাকে বাঁচাতে গিয়ে ছেলেও দগ্ধ হয়‌।

আহত মা ও ছেলেকে উদ্ধার করে সকাল পৌনে আটটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য আনা হয়। আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন জানান, আম্বিয়ার শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তবে কাজলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে।1