ডিজিটাল সনদ পাচ্ছেন ৩৭ হাজার মুক্তিযোদ্ধা

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জুন ২৬, ২০২২, ০৩:৩১ পিএম

প্রথম ধাপে ১৩ জেলার ৩৭ হাজার বীর মুক্তিযোদ্ধা ডিজিটাল সনদ ও পরিচয়পত্র (আইডি কার্ড) পাচ্ছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, “শুরুতে এ পরিমাণ দিলেও আগামী দু-মাসের মধ্যে দুই লাখ বীর মুক্তিযোদ্ধার সবাইকে ডিজিটাল সনদ ও আইডি কার্ড দেওয়া হবে।”

রোববার (২৬ জুন) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এ তথ্য জানান।  সভায় বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও আইডি কার্ড প্রদান, চিকিৎসা সেবা প্রদান, সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা সংক্রান্ত বুকলেটের মোড়ক উন্মোচন এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করা হয়।

বীর মুক্তিযোদ্ধাদের বহুল প্রত্যাশিত ডিজিটাল সনদ এবং আইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছি জানিয়ে মোজাম্মেল হক বলেন, “আনন্দের সঙ্গে জানাতে চাই- প্রথম পর্যায়ে আমরা ১৩টি জেলার ৩৭ হাজার ৯১ জন বীর মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সনদ ও আইডি কার্ড বিতরণ করছি। জেলাগুলো হচ্ছে- গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মাগুরা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নড়াইল এবং গাজীপুর।”

তিনি বলেন, “প্রিন্টিং কাজ দ্রুতগতিতে চলছে। আগামী আগস্টের মধ্যে বাকি সবার কাছে ডিজিটাল সনদ ও আইডি কার্ড পৌঁছাতে পারব ইনশাল্লাহ।”

আইডি কার্ড জাল করা প্রসঙ্গে তিনি বলেন, “সনদ ও আইডি কার্ড উপজেলায় পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংগ্রহ করতে হবে। সনদ ও আইডি কার্ডে ১৪ ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকছে। টাকা জাল করা যতটা কঠিন, এর চেয়ে বেশি কঠিন হবে সনদ ও আইডি কার্ড জাল করা।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বীর মুক্তিযোদ্ধাদের যেসব সেবা প্রদান করছে তা নিয়ে এ মন্ত্রণালয় বুকলেট প্রকাশ করেছে, যা আপনাদের কাছে দেওয়া আছে। এতে সেবাপ্রাপ্তি যেমন সহজ হবে, জনগণও বীর মুক্তিযোদ্ধাদের সেবা সম্পর্কে জানতে পারবে।”