ছাত্র ফ্রন্টের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলা

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জুন ২০, ২০২২, ০৭:৩৩ পিএম

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২০ জুন) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর ইডেন কলেজে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, রাজধানীর ৮টি রুটে বাস সার্ভিস চালু করাসহ ৪ দফা দবিতে স্বাক্ষরসহ স্মারকলিপি পেশের কর্মসূচি শেষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ইডেন কলেজ শাখার নেতা-কর্মীরা এসে নিজেদের শিবিরে বসলে সেখানে ছাত্রলীগের সভাপতি জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার নেতৃত্বে ছাত্রলীগ হামলা চালায়। হামলায় ছাত্র ফ্রন্ট ইডেন কলেজ শাখার সভাপতি সায়মা আফরোজ ও সাধারণ সম্পাদক শাহিনুর সুমিসহ কয়েকজন নেতাকর্মী লাঞ্ছিত ও আহত হন।

এর প্রতিবাদে ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখার সভাপতি রাফিকুজ্জামান ফরিদ এবং সাধারণ সম্পাদক অরূপ দাস শ্যাম এক যৌথ বিবৃতিতে বলেন, “সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ এক ভয়ের পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে। সরকারের চিন্তাকে বাস্তবায়ন করতে সকল বিরোধী মতকে দমন করছে। আর কোনো শক্তিকে তারা ক্যাম্পাসগুলোতে কাজ করতে দিচ্ছে না। কোনো বিষয় নিয়ে কেউ কথা বলতে পারছে না, ছাত্রদের অধিকার নিয়ে ছাত্ররা দাঁড়াতে পারছে না। কেউ তাদের অধিকারের জন্য কথা বললেই ছাত্রলীগ হামলা চালাচ্ছে।”

এসময় এই হামলার তীব্র নিন্দা এবং অবিলম্বে হামলাকারীদের বিচারের দাবি করেন তারা।