মমতার জন্য ২০০ কার্টন আম পাঠালেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জুন ২০, ২০২২, ০৬:৪৮ পিএম

উপহার হিসেবে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ২০০ কার্টনে এক হাজার কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২০ জুন) দুপুরে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমগুলো পাঠানো হয়েছে। এসব কাজ সম্পাদন করে বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট রবি ইন্টারন্যাশনাল।

এ সময় বেনাপোল বন্দরে উপস্থিত ছিলেন- কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার (তৃতীয় সচিব) শেখ মারেফাত তরিকুল ইসলাম, বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার, কাস্টমস ডিসি তানভীর আহমেদ, এএসপি (নাভারন সার্কেল) জুয়েল ইমরান ও ভারতীয় পুলিশের ডিআইজি সুকেশ জেলসহ সংশ্লিষ্টরা।

জানা গেছে, আমগুলো গ্রহণ করে মমতার বাসভবনে পৌঁছে দেবেন শেখ মারেফাত তরিকুল ইসলাম।

শুক্রবার (১৭ জুন) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম উপহার পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানযোগে শুক্রবার দিল্লিতে পৌঁছে আমগুলো।

প্রতি বছরেই ভারত সরকারের গুরুত্বপূর্ণ লোকদের জন্য বাংলাদেশ থেকে আম পাঠানো হয়।