‘সরকারের যেদিকে তাকাবেন উন্নয়ন আর উন্নয়ন’

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জুন ১৮, ২০২২, ০৯:৪৮ পিএম

যা আগে কেউ কখনও ভাবেনি এই সরকারের সুদৃঢ় ও শক্তিশালী নেতৃত্বের ফলে তা বাস্তবে রূপ পেয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের যেদিকে তাকাবেন দেখবেন উন্নয়ন আর উন্নয়ন। মেট্রোরেল, পদ্মা সেতু ও কর্ণফুলী টানেলসহ দেশের নানা প্রান্তে প্রস্তুত হওয়া তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশকে বদলে দেবে।”

শনিবার (১৮ জুন) সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ‘প্রবীণ প্রকৌশলীদের সংবর্ধনা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরে আব্দুর রাজ্জাক বলেন, “২০০৯ সাল থেকে যখনই শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসেছে তখনই দেশ-বিদেশে নানান ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র শেখ হাসিনা মোকাবিলা করেছেন। আগামী ২৫ জুন পদ্মা সেতুই সবচেয়ে বড় জবাব।”

তিনি আরও বলেন, “সরকারবিরোধী ষড়যন্ত্রের জবাব হলো পদ্মা সেতু। বাঙালি জাতির অহংকারও পদ্মা সেতু। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি বিদেশি বিনিয়োগ বাড়বে।”