‘সবাই প্রস্তুত থাকুন, রাজপথে জবাব দিতে হবে’

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জুন ৩, ২০২২, ০৮:৫৬ পিএম

নির্বাচন ও পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে অপশক্তি আবারও তাদের অপতৎপরতা জোরদার করছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, “তারা (বিএনপি-জামায়াত) এমন সব আস্ফালন করছে, যা পৃথিবীর কোনো রাজনীতিতে গ্রহণযোগ্য হতে পারে না। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধ থেকে এদের প্রতিহত করতে হবে। সবাইকে প্রস্তুত থাকতে হবে এবং রাজপথেই দাঁতভাঙা জবাব দিতে হবে।”

শুক্রবার (৩ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও দেশব্যাপী বিএনপির নৈরাজ্য-ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মহিলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

১৯৭৫ -এর অপশক্তি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার চেষ্টা চালয়েছিল কিন্তু বঙ্গবন্ধুর দুই কন্যা বিদেশ থাকায় তারা বেঁচে গেছেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “তাদের দুঃসাহস তারা আরেকটি ৭৫ ঘটাতে চায়। তারা বলে, ৭৫-এর হাতিয়ারকে আবার গর্জে উঠতে। এই ৭৫ শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের রাজনীতিতে এক নিকৃষ্টতম ঘটনা, সবচাইতে শোকাবহ ঘটনা। সেই অপশক্তি জনগণের রায় নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনায় আসায় বিশ্বাস করে না।”

তিনি আরও বলেন, “যারা মানুষ হত্যা করে, ধ্বংস ও উন্নয়নবিরোধী রাজনীতি করে তাদের বাংলার মানুষ মেনে নেবে না। উন্নয়নবিরোধী রাজনীতিকদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে। নারীরা রাস্তায় নেমেছে, তারা একত্রে বলছেন, এই অপশক্তিকে যেকোনো মূল্যে প্রতিহত করব।”