‘জনগণ পাশে ছিল বলেই পদ্মা সেতু হয়েছে’

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জুন ১, ২০২২, ০৩:৫৭ পিএম

জনগণের আশির্বাদ ও তারা পাশে ছিল বলেই পদ্মা সেতু বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, “পদ্মা সেতু বাস্তবায়নে দেশের ভেতরে বাইরে অনেক চাপ ছিল। তবুও, পদ্মা সেতু শেষ পযর্ন্ত বাস্তবায়ন হয়েছে।”

বুধবার (১ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এসব কথা বলেন। শেরে বাংলা নগর এনইসি সম্মেলন কেন্দ্রে একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন, “একনেক সভায় পদ্মা সেতু বাস্তবায়নে নানা স্ট্রাগল ও চাপ নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী। দেশের ভেতরে বাইরে অনেক প্রতিকূলতা ছিল বলে জানান প্রধানমন্ত্রী। এটা নিয়ে আনন্দে আপ্লুত ছিলেন তিনি।”

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ বিল বাকি থাকলে তা সবাইকে পরিশোধ করতে হবে। পাওনা না দিলে বিদ্যুৎ কেটে দিতে হবে।’

প্রধানমন্ত্রী প্রত্যেকটটি স্থলবন্দরে আধুনিক স্থাপনা ও সিস্টেম বসাতে বলেছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী।