ছুরিকাঘাতে ফটোগ্রাফারের মৃত্যু

সাভার প্রতিনিধি প্রকাশিত: জুন ১, ২০২২, ১২:১৩ পিএম

সাভারে ছুরিকাঘাতের একদিন পর চিকিৎসাধীন অবস্থায় কৃষ্ণ সরকার (৪০) নামের এক ফটোগ্রাফারের মৃত্যু হয়েছে।

বুধবার (১ জুন) সকালে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

নিহত কৃষ্ণ সরকার সাভার পৌর এলাকার সুতার নোয়াদ্দা পাড়ার ননী গোপালের ছেলে। তিনি ঢাকার একটি স্টুডিওতে ফটোগ্রাফারের কাজ করতেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই গোবিন্দ সরকার মঙ্গলবার একটি মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার (৩০ মে) রাতে সাভার পৌর মহল্লার আড়াপাড়া জমিদার বাড়ির সামনে দিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন কৃষ্ণ। পথে পূর্ব শত্রুতার জোর ধরে নয়ন, বাশার, আকাশ ও বুলেট মিলে কৃষ্ণকে মারধর শুরু করেন। এক পর্যায়ে কৃষ্ণকে ছুরি দিয়ে আঘাত করেন তারা। পরে কৃষ্ণের চিৎকারে আশপাশের লোক এসে দ্রুত উদ্ধার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ম্যানেজার ইউসুফ জানান, সোমবার ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তার অবস্থার অবনতি ঘটলে আইসিউতে চিকিৎসা দেওয়া হয়। এরপরে সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এসএম শাহারিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের বড় ভাই গোবিন্দ সরকার গতকাল একটি মামলা করেছিলেন। আসামিদের আটকের জন্য অভিযান অব্যাহত  আছে।