‘ওমান যেতে ভিসা লাগবে না’

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: মে ৩০, ২০২২, ০৫:৫৩ পিএম

ওমান যেতে শ্রমিকদের ভিসা লাগবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (৩০ মে) মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত চুক্তির প্রস্তাব অনুমোদন হয়েছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।

এ ছাড়াও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন আইন ২০২২-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিসিককে আরও শক্তিশালী করা হচ্ছে। যাতে বিনিয়োগকারীরা উৎসাহী হয়। নারী উদোক্তাদেরও কাজে উৎসাহী করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।”

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, “প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট সংশোধন আইন ২০২২-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে একটি স্থায়ী ট্রাস্ট গঠন করা হবে, যার নাম হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা গবেষণা ট্রাস্ট।”