আমাদের দেশ প্রবাসীদের শ্রমে-ঘামে গড়া বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, “বিশ্বে ২০০ দেশে প্রায় দেড় কোটি প্রবাসী আছেন। তাদের শ্রমে-ঘামে আমাদের এই দেশ। তাদের প্রতি আরও একটু ভালো ব্যবহার করা হোক। এদের অনেক ঝামেলার সঙ্গে আছে পাসপোর্টের ঝামেলাও। এসব সমস্যা দূর করতে হবে।”
রোববার (৮ মে) রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রবাসীদের ‘মুক্তিযোদ্ধা’ উল্লেখ করে জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, “আমরা যুদ্ধ করেছি দেশ স্বাধীন করার জন্য। আর প্রবাসীরা যুদ্ধ করছেন দেশ গড়ার জন্য। আমি আহ্বান জানাব প্রবাসীরা দেশে এলে তাদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হয়।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর প্রমুখ।