দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি জনগণকে খুব যন্ত্রণা দিচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেছেন,“দ্রব্যমূল্যের দাম বাড়ানো ‘দুর্নীতির সিন্ডিকেটের’ কারসাজি। শুধু কথা বলে এ সিন্ডিকেট ভাঙা যাবে না। এদের দমন করতে হলে শুধু কথায় চিড়ে ভিজবে না। এক্ষেত্রে শাসন দণ্ডের কঠোর প্রয়োগ করতে হবে।”
শনিবার (৭ মে) বিকেলে কুষ্টিয়া ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব বলেন।
দেশের অপরাধীদের চিহ্নিত করে জাসদ সভাপতি বলেন, “বিএনপির অধিকাংশ শীর্ষ নেতা, এমন কি তারেক জিয়া পর্যন্ত আগুন সন্ত্রাস, জঙ্গি সন্ত্রাস ও মানুষ হত্যার সঙ্গে জড়িত। এ অপরাধীদের দমন মানে বিএনপি দমন করা নয়। অপরাধীদের পক্ষে ওকালতি করা যাবে না।
অনুষ্ঠানে কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।