তেলের দাম সারা বিশ্বেই ঊর্ধ্বমুখী: কাদের

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: মে ৬, ২০২২, ০২:২৩ পিএম

সারা বিশ্বেই তেলের দাম ঊর্ধ্বমুখী বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, “আমাদের প্রতিবেশী দেশসহ অনেক দেশে তেলের দাম ডাবলেরও বেশি বেড়েছে। এর কারণ হলো ইউক্রেন যুদ্ধ। ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দামের ওপর প্রভাব পড়ছে।”

শুক্রবার (৬ মে) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ৬ লেনে উন্নীতকরণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

সয়াবিন তেলের দাম বৃদ্ধি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বাংলাদেশ তো আইসোলেটেড কোনো আইল্যান্ড নয়। তেল, জ্বালানিসহ সবকিছুর দাম সারা বিশ্বেই ঊর্ধ্বমুখী। কাজেই এর প্রভাব-প্রতিক্রিয়া সব জায়গায় পড়বে, কিছু করার নেই।”

ঈদযাত্রা নিয়ে বিএনপির নেতাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কাদের বলেন, “মানুষ যখন আনন্দ পায়, বিএনপির তখন কষ্ট হয়। গায়ে জ্বালা হয়। মানুষ নির্বিঘ্নে এবারের ঈদযাত্রা সম্পন্ন করেছে এবং ফিরতি যাত্রায়ও কোনো ভোগান্তি হয়নি।”