ট্রেনে উঠতে কোনো হুড়োহুড়ি ছিল না: রেলমন্ত্রী

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: মে ২, ২০২২, ০১:৫১ পিএম

ট্রেনে উঠতে যাত্রীদের কোনো হুড়োহুড়ি ছিল না বলে দাবি করেছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, “রেলে এবারের ঈদযাত্রা গত কয়েক বছরের চেয়ে  আরামদায়ক ও নিরাপদ ছিল। শোভন চেয়ারের যাত্রীরাও তাদের সিটে যেতে কোনো ভোগান্তিতে পড়েননি।

সোমবার (২ মে) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন রেলমন্ত্রী।

মাঝখানে দাঁড়ানো কোনো যাত্রী ছিল না উল্লেখ করে নূরুল ইসলাম সুজন বলেন, “ঈদযাত্রায় ট্রেনের ছাদের যাত্রীও নিয়ন্ত্রণ করা হয়েছে, একই সঙ্গে এবার ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি।

তিনি আরও বলেন, “এবারের ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি না হ‌ওয়ায়, নির্দিষ্ট সময়ে ও আরামে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন। ট্রেনে ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে।”

গত ২৭ মার্চ থেকে ১ মে পর্যন্ত ঈদ উপলক্ষে রেলওয়ে তাদের টিকিট বিক্রি কার্যক্রম করেছে। ‘টিকেট যার ভ্রমণ তার’ মূল প্রতিপাদ্যকে সামনে রেখে এবার টিকিট বিক্রি করা হয়েছে। এনআইডির মাধ্যমে টিকিট বিক্রির ব্যবস্থা রাখা হয়েছিল।