রাজধানীতে সক্রিয় ছিনতাইকারীসহ আটক ৪১

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২২, ০৯:১০ পিএম

রাজধানীতে সক্রিয় ছিনতাই ও চাঁদাবাজ চক্রের ৪১ জনকে আটক করেছে র‌্যাব-৩। আটককৃতদের মধ্যে ছিনতাইকারী ৮ জন ও বাকীরা চাঁদাবাজ। সবুজবাগ, খিলগাঁও, হাতিরঝিল, তেজগাঁও, মুগদা, শাহবাগ, মতিঝিল, ডেমরা, যাত্রাবাড়ী, শ্যামপুর ও পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শনিবার (৩০ এপ্রিল) র‌্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।

আটককৃতরা হলেন- মো. সোলাইমান, মো. নুর হোসেন, মো. শাহজালাল, মো. আলী হোসেন, মো. আরিফ হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. মাসুম, শিবলু, মো. মোক্তার হোসেন, মো. মুন্না, মো. সাইমন, মো. রনি, মো. আব্দুল মান্নান, মো. বাবুল হাওলাদার, মো. আবুল কাশেম, মো. নুরুল হক, মো. রাকিব খান, মো. মাসুদ, মো. জনি, আকাশ, মো. নাইম, মো. মাজাহারুল ইসলাম ওরফে তামিম, মো. রাকিব, মো. নাইম বেপারী, মো. সজীব, মো. বাবুল হোসেন, মো. ইসমাঈল, মো. রবিন, মো. সেলিম, মো. ইয়াসিন আরাফাত, মো. নুর হোসেন, মহব্বত হোসেন, মো. লিটন, মো. আরিফ, মো. সাব্বির হোসেন জুবায়ের, মো. হেমায়েত হোসেন মামুন, মো. ফারুক, শাহ পরান, মো. কামরুল হাসান, মো. মিজান এবং মো. সেলিম।

এ সময় তাদের কাছ থেকে ৫৩টি ছিনতাইয়ের মোবাইল ফোন, ৯টি সুইচ গিয়ার, ১০টি এন্টিকাটার, ১০টি ক্ষুর, ৭টি চাকু, দুইটি চাইনিজ কুড়াল, চারটি রামদা এবং চাঁদা সংগ্রহের নগদ এক লাখ দুই হাজার ৫৩৩ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত র‌্যাব-৩ এর কয়েকটি দল একসঙ্গে অভিযান চালিয়ে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধ স্বীকার করেছেন।

আটককৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকার সবজি ও ফলের দোকান, ফুটপাতের অস্থায়ী দোকান, লেগুনা স্ট্যান্ড এবং মালবাহী গাড়ি থেকে অবৈধভাবে জোর করে চাঁদা আদায় করে আসছে। তারা রাজধানীর বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ দোকানের মালিকদেরকে ভয়ভীতি দেখিয়ে ৫০০ থেকে ১ হাজার টাকা হারে চাঁদা আদায় করে আসছিল।