নিউমার্কেট এলাকায় সংঘর্ষে নিহত দোকান কর্মচারী মুরসালিনের হত্যাকারীদের এখনো চিহ্নিত করা যায়নি বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম। তিনি বলেছেন, “মুরসালিনের মৃত্যু ঘটেছে ইটের আঘাতে। যারা ইট-পাটকেল ছুড়েছে তাদের থেকে হত্যাকারী চিহ্নিত করার চেষ্টা চলছে। এছাড়া নাহিদ হত্যার ভিডিও ফুটেজ দেখে হত্যাকারী শনাক্তের কাজ অনেক দূর এগিয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।”
বুধবার (২৭ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহবুব আলম এসব কথা বলেন।
মাহবুব আলম বলেন, “নিউমার্কেটে শিক্ষার্থী-ব্যবসায়ীদের সংঘর্ষের সময় হেলমট মাথায় দিয়ে হামলায় অংশ নেওয়া সবাই সন্ত্রাসী। তাদের ধরে আইনের আওতায় আনা হবে। রাজনৈতিক বিবেচনায় নয় হেলমেটধারীরা সন্ত্রাসী হিসেবেই গ্রেপ্তার করা হবে। তাদের অনেককে চিহ্নিত করা হয়েছে। গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।”
শিগগিরই এ বিষয়ে ভালো ফল জানানো জানিয়ে তিনি আরও বলেন, “কলেজের হোস্টেল বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই বাড়ি চলে গেছে অথবা আত্মগোপনে আছে। তবে ডিবির একাধিক টিম তাদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিগগিরই এ বিষয়ে ভালো ফল জানানো হবে।”