রাজধানীর সকাল শুরু স্বস্তির বৃষ্টিতে

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২০, ২০২২, ০৯:৩৮ এএম

ঝোড়ো হাওয়া আর কালবৈশাখীর বৃষ্টি দিয়ে শুরু হলো রাজধানীর সকাল। প্রচণ্ড গরমে কিছুটা স্বস্তি পেল রাজধানীবাসী। বুধবার (২০ এপ্রিল) ভোর থেকেই  রাজধানীতে দমকা হাওয়ার সঙ্গে হঠাৎ শুরু হয় বৃষ্টি। কিছু স্থানে শিলাবৃষ্টিও হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রপাতে হঠাৎ থমকে যায় রাজধানীবাসীর স্বাভাবিক জীবনযাত্রা।

রাজধানীর কর্মব্যস্ত সকালটা বৃষ্টি দিয়েই শুরু হয়। ঝোড়ো বৃষ্টির পূর্বাভাসও দিয়েছিল আবহাওয়া অফিস। ভোরে আবহাওয়া অফিস অফিশিয়াল ফেসবুক পেজ থেকে বলা হয়, “অবশেষে স্বস্তির বৃষ্টি। সেই সঙ্গে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। সময় রাত ৪ টা থেকে পরবর্তী সময়ে। তারিখ ২০/০৪/২২।”

এছাড় আবহাওয়া অফিস এর আগে এক বিজ্ঞপ্তিতে জানায়, দেশের আটটি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস রয়েছে। এক্ষেত্রে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমে গিয়ে তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে। 

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

এই অবস্থায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলেও জানায় আবহাওয়া অফিস।

এদিকে চট্টগ্রামে কিছু স্থানে সকাল সাড়ে ৮টা থেকে ১১টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানা যায়।