৪২তম বিসিএসের ভাইভার তারিখ ঘোষণা

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ০৭:৫০ পিএম

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) চিকিৎসক নিয়োগে ৪২তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষার (ভাইভা) সিদ্ধান্ত নিয়েছে। 

মঙ্গলবার (৩ আগস্ট) পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ১০ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মহামারিকালে এ বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

পিএসসির চেয়ারম্যান মো. হোসরাব হোসাইন বলেন, “৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ১০-২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রতিদিন ১২টি বোর্ড গঠনের মাধ্যমে ২০ জন করে প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে।”

বর্তমানে করোনা পরিস্থিতির মধ্যে চিকিৎসক নিয়োগ দেওয়া অপরিহার্য হয়ে পড়েছে তিনি মনে করেন। 

মো. হোসরাব হোসাইন বলেন, “সেটিকে গুরুত্ব দিয়ে আমরা চিকিৎসক নিয়োগ পরীক্ষা শেষ করতে চাই। তবে পরিস্থিতি অনুকূলে না থাকলে সেটি বন্ধ করা কোনো বিষয় না, পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্ত নেব।”

৪২তম বিসিএসের (বিশেষ) ফল গত ২৯ মার্চ প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ২২ জন।

এ পরীক্ষার মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দিয়েছিল পিএসসি। গত ২৬ ফেব্রুয়ারি পরীক্ষার জন্য আবেদন করেন মোট ৩১ হাজার ২৬ জন। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীর সংখ্যা ২৭ হাজার ৫৬৫।