মাইলেজ বেতন, পেনশন ও আনুতোষিক হিসাবসংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে সারা দেশে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ সমিতি।
বুধবার (১৩ এপ্রিল) বেলা ১২টায় কমলাপুর রেলস্টেশনে গিয়ে রেলমন্ত্রীর আশ্বাসের পর তারা এই ধর্মঘট প্রত্যাহার করেন। রেলওয়ের রানিং স্টাফ (চালক-গার্ড) ও শ্রমিক-কর্মচারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সবাইকে নিজ নিজ কাজে যোগ দেওয়ার আহ্বান জানান।
রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, “আমরা কর্মচারীদের পক্ষে। তাদের দাবি-দাওয়া নিয়ে আমরা মন্ত্রণালয়ে চিঠি লিখেছিলাম। সে বিষয়ে কিছু আলাপ-আলোচনার বিষয় রয়েছে। আগামী ১৮ তারিখ প্রধানমন্ত্রী আমাকে সময় দিয়েছেন। আমরা আশা করছি, এই সময়ের মধ্যেই বিষয়টির সমাধান পেয়ে যাব।”
রেলপথমন্ত্রী আরও বলেন, “আগের মতো রেলের রানিং স্টাফরা যেসব সুযোগ-সুবিধা পেয়ে আসছিল, তারা সেই সুযোগ-সুবিধা পাবে। যেসব দাবি আদায়ের জন্য কর্মচারীরা ধর্মঘট ডেকেছে, আমি আশা করছি, তাদের সেই দাবিগুলো পূরণ হয়ে যাবে।”
মন্ত্রী বলেন, “রেলের জনবল ২৫ হাজারের নিচে নেমে এসেছে। ঘাটতি পূরণে নিয়োগ প্রক্রিয়া চলছে। একটি মহল এখনো রেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনারা যারা রানিং স্টাফ রয়েছেন, তারা এই ষড়যন্ত্রে পা দেবেন না। আমরা সবাই মিলে একটি পরিবারের মতো এই রেলকে সামনের দিকে এগিয়ে নেব। বিশেষ করে ঈদের আগে যাতে যাত্রীদের অসুবিধা না হয়, সে বিষয়টি আপনারা বিবেচনায় রাখবেন।”
সুজন বলেন, “আজকের এই ঘটনাকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, আমি রেল মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিচ্ছি, এই ঘটনাকে কেন্দ্র করে যেন কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হয়।”