বিধিনিষেধ বাড়ল ১০ আগস্ট পর্যন্ত

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ০২:৩০ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) ভার্চুয়ালি আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

সভায় জানানো হয়েছে একই দিন থেকে খুলে দেওয়া হবে দোকানপাট ও অফিস আদালত।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, “১০ তারিখ পর্যন্ত আমরা বিধিনিষেধ বৃদ্ধি করেছি। ১১ তারিখ থেকে সব খুলবে।”

কিছু শিল্প-কারখানা খুলে দেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, “অন্যান্য কারখানাও আমরা খুলে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। ১১ তারিখ থেকে দোকানপাট, যানবাহনও চলবে। তবে সব একত্রে না। আমরা স্থানীয় প্রশাসনকে জেলা প্রশাসকের মাধ্যমে অনুরোধ করবো, যেন নির্দেশ মতো যাতে চলে।”

মন্ত্রী বলেন, “লঞ্চ, স্টিমার, ট্রেন সেগুলোও চলবে। কিন্তু আগে যে পরিমাণে  চলেছিল, সে পরিমাণ না চলে সীমিত আকারে চলবে। কর্তৃপক্ষ সেগুলো নির্ধারণ করে জনগণকে অবহিত করবেন।”

এর আগে করোনার বিস্তার রোধে গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ জারি করে সরকার।