মেগা প্রকল্পে দুর্নীতি নিয়ে বিএনপি শিগগিরই দুদকে চিঠি দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১১ এপ্রিল) সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
মির্জা ফখরুল জানান, মেগা প্রকল্পে দুর্নীতির বিষয়ে শিগগিরই দুদকে চিঠি দেওয়া হবে। দেরিতে হলেও সরকারের অনিয়মের শ্বেতপত্র প্রকাশ করা হবে।
এ সময় মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, “দেশে দুর্নীতির মহোৎসব চললেও ধামাচাপা দিয়ে রাখছে দুদক।”
বিএনপির মহাসচিব আরও বলেন, “সরকারের অনিয়ম সর্বগ্রাসী ক্যানসারে রূপ নিয়েছে। অথচ সচেতনভাবে অভিযোগ ঢেকে রাখছে দুদক।”
এ সময় বিএনপির দেওয়া অভিযোগ সুষ্ঠু তদন্ত করে দুদক ব্যবস্থা নেবে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল।