‘ঢাকা-চট্টগ্রামের মধ্যে ইলেকট্রিক ট্রেন চালুর আগ্রহ স্পেনের’

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ১০, ২০২২, ০৪:৩১ পিএম

ঢাকা ও চট্টগ্রামের মধ্যে ইউরোপের দেশ স্পেন ইলেকট্রিক ট্রেন চালুতে আগ্রহ দেখিয়েছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

মন্ত্রী আরও বলেন, দেশটি ফরিদপুরের ভাঙ্গা থেকে পটুয়াখালীর পায়রা পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের বিষয়েও আগ্রহ দেখিয়েছে।

রোববার (১০ এপ্রিল) রেলভবনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সঙ্গে সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানান বাংলাদেশে দেশটির রাষ্ট্রদূত ফ্রান্সিস্কো বেনিতেজ।

মন্ত্রী বলেন, একটি দেশের টেকসই উন্নয়নের জন্য ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার রেলওয়েকে অধিক গুরুত্ব দিয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, মন্ত্রীর সঙ্গে আলোচনায় রাষ্ট্রদূত বাংলাদেশে লোকোমোটিভ সরবরাহ করার আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া ঢাকা-চট্টগ্রামে ইলেকট্রিক ট্রাকশন করার বিষয়ে আগ্রহ দেখান। ভাঙ্গা থেকে পায়রা পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের বিষয়েও তারা আগ্রহী। রেলের উন্নয়নে স্বল্প সুদে ঋণ দিতে স্পেন সরকার আগ্রহী বলে রাষ্ট্রদূত জানান।

রেলওয়েতে বিনিয়োগে স্পেনের আগ্রহের জন্য ধন্যবাদ জানান মন্ত্রী। এ জন্য আন্তর্জাতিক বিভিন্ন টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণের পরামর্শ দেন তিনি।