বিশ্ব স্বাস্থ্য দিবস: ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৭, ২০২২, ০৯:৫১ এএম

৭ এপ্রিল, বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য দিবস। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত আর স্বাস্থ্য সচেতনতা বাড়াতেই বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিবসটি। প্রতিবছরের মতো বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবারও প্রতিপাদ্য নির্ধারণ করেছে। এই বছরের প্রতিপাদ্য হচ্ছে, ‘Our Planet, our Health.’ যার অর্থ ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্ধারিত এই প্রতিপাদ্যকে সামনে রেখেই পুরো বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। এই উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে দেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা।

দিবসটি উপলক্ষে জাতীয় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান, সেমিনার আয়োজন, স্যুভেনির প্রকাশ, স্বাস্থ্যশিক্ষা প্রদর্শনী, জাতীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ, সড়কদ্বীপ সজ্জিতকরণ, চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়া সরকারি ও বেসরকারি সংস্থার উদ্যোগে স্বাস্থ্য সমস্যার ওপর আলোচনা অনুষ্ঠান করা হচ্ছে। 

সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক উপস্থিত থেকে জাতীয় পর্যায়ে অনুষ্ঠানটির উদ্বোধন করবেন। দেশের সব জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে স্থানীয় পর্যায়েও দিবসটি একযোগে পালিত হবে।

জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’। এই প্রতিষ্ঠানের শুরু হয় ৭ এপ্রিল ১৯৪৮। জেনেভায় প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার দুই মাস পর ২৪ জুন ১৯৪৮ সালে সংস্থাটির প্রথম সম্মেলন হয়। সম্মেলনে সারা বিশ্বের ৪৬টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা উপস্থিত হন। সেই সম্মেলনে সিদ্ধান্ত হয় বিশ্বব্যাপী স্বাস্থ্য সচেতনতা তৈরিতে ১৯৫০ সালের ৭ এপ্রিল থেকে প্রতিবছর নিয়মিত বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হবে। দিবসটি উপলক্ষে তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিবছর একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে দেয়। বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি আলোকে এনে এই প্রতিপাদ্য নির্ধারণ করা হয়। ১৯৫০ সালের দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘Kwon your Health Service’, যার অর্থ ‘নিজের স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতন হোন’। এভাবেই প্রতিবছর প্রতিপাদ্যের আলোকে পালিত হচ্ছে দিবসটি।

এ বছর দিবসটি উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনা মহামারিতে বিশ্ব প্রায় বিধ্বস্ত। এরই মধ্যে মানবসৃষ্ট জলবায়ুর বৈশ্বিক বিরূপ প্রভাবে দূষিত হয়ে পড়েছে পুরো বিশ্ব। বিরূপ জলবায়ুর প্রভাবে পৃথিবীর অধিবাসীরা ইতোমধ্যেই ক্যান্সার, হাঁপানি, হৃদরোগ, ডায়াবেটিসসহ নানা  রোগে আক্রান্ত হচ্ছে এবং ক্রমবর্ধমান হারে এসব রোগের মোকাবিলা করছে। প্রতিবছর বিশ্বজুড়ে এক কোটি ৩০ লক্ষাধিক মানুষের মৃত্যু হয় পরিহারযোগ্য পরিবেশগত কারণে। জলবায়ু সংকট এর অন্যতম কারণ। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, অসম ও অসুস্থ স্বাস্থ্য ব্যবস্থাও একটি মহা স্বাস্থ্যসংকট। স্বাস্থ্যকর জীবনযাপন করছে এমন মানুষের সংখ্যা কম। মানসম্মত স্বাস্থ্যসেবায় সুযোগ ছড়িয়ে দেওয়ার দিকে বিশ্বকে নজর দিতে হবে।