করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশের পরিপ্রেক্ষিতে চলমান কঠোর লকডাউনের সময়সীমা বাড়ানো হবে কিনা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে মঙ্গলবার।
সোমবার (২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠি দিয়ে সংশ্লিষ্টদের এ তথ্য জানানো হয়।
সচিবালয় সূত্রে জানা যায়, সরকারের উচ্চ পর্যায়ের কমিটি মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ১১টায় মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে বৈঠক করে কঠোর লকডাউন বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনলাইনে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় ১২ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী, ১৬ জন সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক, বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, আইইডিসিআর পরিচালকসহ সংশ্লিষ্টরা অংশ নেবেন।
এদিকে চলমান কঠোর বিধিনিষেধ কিছু ক্ষেত্রে শিথিল করা হতে পারে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।
এদিকে চলমান কঠোর লকডাউন আগামী ৫ আগস্ট পর্যন্ত থাকবে। গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে এই লকডাউন শুরু হয়।
চলমান লকডাউনের মধ্যেই গত ১ আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্প-কলকারখানা খুলে দেওয়া হয়। নতুন করে দেওয়া কঠোর বিধি-নিষেধে সরকারি-বেসরকারি অফিস সীমিত পরিসরে খুলবে দেওয়া হতে পারে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়েল কর্মকর্তারা।
এছাড়াও চলমান লকডাউন আরও ১০ দিন বাড়ানোর সুপারিশ করে স্বাস্থ্য অধিদপ্তর। গত ৩০ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম কঠোর বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেন।