কুয়াশায় ঢাকা শহর

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২, ০২:১০ পিএম

বেলা দুইটার সময়েও রাজধানী ছিল কুয়াশাচ্ছন্ন। সকাল থেকে সৃষ্টি হয়েছে এ অবস্থার। কুয়াশার সঙ্গে ধূলিকণা মিলে আস্তরণটা এতটাই পুরু ছিল যে কয়েক হাত দূরের দৃশ্য দেখা দুরূহ।

সূর্যের দেখা না মেলায় রাজধানীতে চলাচলকারী গাড়িগুলোকে পথ দেখাচ্ছে হেডলাইট। ঘন কুয়াশায় চেনা ভবনগুলোও লাগছিল অচেনা। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এমন দৃশ্যের দেখা মিলছে পুরো রাজধানীজুড়ে।

এদিকে কুয়াশার মধ্যে থেমে নেই কর্মজীবী মানুষের চলাচল। ভোর থেকেই কর্মস্থলে ছুটছেন ব্যস্ত মানুষজন। জীবিকার তাগিদে নির্ধারিত সময়েই গায়ে শীতের কাপড় জড়িয়ে ঘরে থেকে বেরিয়ে পড়েছেন নিজ নিজ গন্তব্যে।

এ রকম এক কর্মজীবী সুব্রত চন্দ্র বিশ্বাস। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার কাজের সময় বেলা দুইটা। আজ সকালে ঘুম থেকে ওঠে কুয়াশাচ্ছন্ন সকাল দেখতে পান সুব্রত। মনে মনে ভাবছিলেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে, সকাল ১০টার দিকে সূর্যের দেখা মিলবে। কিন্তু বেলা দুইটার দিকেও সূর্যের দেখা পাননি তিনি।

সুব্রত চন্দ্র বিশ্বাস বলেন, “মনে করেছিলাম সকালের মধ্যে সূর্য ওঠে যাবে। কিন্তু বাসা থেকে বের হয়ে দেখি রাস্তঘাট কুয়াশাচ্ছন্ন। অনেক সময় মনে হচ্ছে কয়েক হাত দূরে কিছু দেখা যাচ্ছে না।”

সুব্রত চন্দ্র আরও বলেন, “কয়েক দিন আগে পত্রপত্রিকায় রাজধানীর বায়ুদূষণের ওপর রির্পোট পড়ে ছিলাম। আজ বাইরে বের হয়ে দেখলাম ধূলিময় বায়ুর সঙ্গে কুয়াশা মিশে গেছে। এভাবে চলতে থাকলে রাজধানী বসবাসের আরও অনুপযোগী হয়ে পড়বে।”

সাভার থেকে ছেড়ে এক বাসচালক বলেন, “সকাল থেকে রাস্তাঘাট কুয়াশাময়। দুপুরেও কুয়াশা কাটেনি। গাড়ি চালানোর সময় হেডলাইট জ্বালিয়ে রাখছি। অল্প দূরত্বেও সবকিছু ভালোভাবে দেখা যাচ্ছে না।”

ঢাকাসহ পাঁচ বিভাগে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা আছে। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

বিষয়টি নিশ্চিত করে অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, “সকাল থেকে রাজধানী কুয়াশাচ্ছন্ন। দুপুরের মধ্যে ঢাকা, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাত হতে পারে। বিকেলের দিকে আবার আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে।”

শুক্রবার তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে উল্লেখ করেছেন ওই আবহাওয়াবিদ। শাহীনুল ইসলাম আরও বলেন, “২০ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সার্বিক তাপমাত্রা কম থাকতে পারে। এরপর সেটি বাড়তে থাকবে।”

২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।