৫ জেলার ডিসিকে ভার্চুয়ালি সংযুক্ত হতে নির্দেশ

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২২, ০৪:১১ পিএম

অবৈধ ইটভাটা বন্ধ ও ঢাকার বায়ুদূষণ রোধে আদালতের আদেশ পালনের অগ্রগতি জানাতে পাঁচ জেলার জেলা প্রশাসককে (ডিসি) ভার্চুয়ালি সংযুক্ত হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

আগামী ১৫ ফেব্রুয়ারি আদালতে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জের জেলা প্রশাসককে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ বিষয়ে জানাতে বলা হয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এদিন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। আর পরিবেশ অধিদপ্তরের পক্ষে শুনানি করেন আইনজীবী আমাতুল করিম।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষে আইনজীবী ছিলেন সাঈদ আহমেদ রাজা। ফায়ার সার্ভিসের পক্ষে আইনজীবী মুনীরুজ্জামান।  

এর আগে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি বায়ু দূষণ রোধে ঢাকা শহরের প্রবেশমুখ গাবতলী, যাত্রাবাড়ি, পূর্বাচল, কেরানীগঞ্জ, টঙ্গীসহ বিভিন্ন পয়েন্টে পানি ছিটানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।  

এর আগে ঢাকার বায়ুদূষণ নিয়ে গণমাধ্যমে ২০১৯ সালের ২১ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এ রিট করা হয়। ওই রিটের শুনানি নিয়ে একই বছরের ২৮ জানুয়ারি আদালত রুলসহ আদেশ দেন।

পরে রাজধানীতে বায়ুদূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে সম্পূরক আবেদনও করেছিলেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।