ফের ময়লার গাড়ির ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২২, ০১:২৪ পিএম

ফের রাজধানীর মহাখালীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।

শনিবার (২২ জানুয়ারি) রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিখা রানী (৫৫) ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। 

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, শিখা রানী শনিবার রাতে মহাখালী উড়ালসেতুর মুখে রাস্তা ঝাড় দিচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা বলেন সিটি করপোরেশনের ময়লার গাড়ি শিখাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। চালককে আসামি করে মামলা হয়েছে এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, শিখার লাশ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি পরিবার নিয়ে মহাখালী সাততলা বস্তি এলাকায় থাকতেন।

গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় গত ২৪ নভেম্বর নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান মারা যান। পরেরদিন রাজধানীর পান্থপথ এলাকায় উত্তর সিটির ময়লার গাড়ির ধাক্কায় সংবাদকর্মী আহসান কবির খান মারা যান।

এছাড়াও গত ২ ডিসেম্বর দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক বৃদ্ধা আহত হন।