ব্লক মার্কেটে সোমবার লেনদেনের শীর্ষে লাফার্জহোলসিম

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২, ০৪:২৩ পিএম

নতুন বছরের প্রথম সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয় ৪৬টি কোম্পানি। এসব কোম্পানির ৬৯ কোটি ৬২ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্যমতে, কোম্পানিগুলোর মোট ৮৯ লাখ ৩৮ হাজার ২৬১টি শেয়ার ১০৪বার হাতবদল হয়েছে।

ডিএসই'র ওয়েবসাইট থেকে নেওয়া তথ্যচিত্র

এছাড়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৪ কোটি ৭৫ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ৩টি ট্রেডে ২০ লাখ ৮০ হাজার-টি শেয়ার হাতবদল হয়েছে।

অপর দিকে ব্লক মার্কেটে সবচেয়ে কম লেনদেন করেছে লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড। এটির লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকার শেয়ার। একটি ট্রেডে হাতবদল হয়েছে ১২ হাজার ২০০টি শেয়ার।

আরও সংবাদ