ব্লক মার্কেটে রোববার লেনদেনের শীর্ষে ফরচুন সুজ

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২, ০৪:৩৯ পিএম

সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস রোববার (২ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয় ১৯টি কোম্পানি। এসব কোম্পানির ৬০ কোটি ৯৫ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্যমতে, কোম্পানিগুলোর মোট ৬৪ লাখ ১২ হাজার ১৭৬টি শেয়ার ৫৭বার হাতবদল হয়েছে।

ডিএসইর ওয়েবসাইট থেকে নেওয়া তথ্যচিত্র

এছাড়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩০ কোটি ৮৬ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন করেছে ফরচুন সুজ লিমিটেড। কোম্পানিটির ২১টি ট্রেডে ৩১ লাখ ৬২ হাজার-টি শেয়ার হাতবদল হয়েছে।

অপর দিকে ব্লক মার্কেটে সবচেয়ে কম লেনদেন করেছে একমি পেসটিসাইজ লিমিটেড। এটির লেনদেনের পরিমাণ ৭ লাখ টাকার বেশি শেয়ার। একটি ট্রেডে হাতবদল হয়েছে ৩০ হাজার-টি শেয়ার।

আরও সংবাদ