ব্লক মার্কেটে সোমবার লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১, ০৩:৫০ পিএম

চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয় ৩১টি কোম্পানি। এসব কোম্পানির ৭০ কোটি ৩৪ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্যমতে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ২৫ লাখ ৮৯ হাজার ৭৯৭টি শেয়ার ৫২বার হাতবদল হয়েছে।

ডিএসই’র ওয়েবসাইট থেকে নেয়া তথ্যচিত্র

এছাড়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৯ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন করেছে সিটি ব্যাংক লিমিটেড। কোম্পানিটি ২টি ট্রেডে ৩১ লাখ ৯৩ হাজার ৭৮৭ টি শেয়ার হাতবদল হয়েছে।

অপর দিকে ব্লক মার্কেটে সবচেয়ে কম লেনদেন করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) লিমিটেড। এটির লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকার বেশি শেয়ার। একটি ট্রেডে হাতবদল হয়েছে ৯ হাজার ১০০টি শেয়ার।

আরও সংবাদ