বড় দরপতন দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৬ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন শেষ হয়েছে।
এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে বাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
এছাড়া ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৭২.৭৩ পয়েন্ট কমে ৬ হাজার ৬২৯.৮৭ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ সূচক ২৩.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৮৮.০৪ পয়েন্টে। ডিএসইএস সূচক ১৪.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪০৮.৮৬ পয়েন্টে।
রোববার ডিএসইতে ৩৭৮ কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৩০০টির এবং অপরিবর্তিত আছে ৩১টির।
এছাড়া দিন শেষে ডিএসইতে ৮৮২ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৮১ কোটি টাকা বেশি।