ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১, ০৪:১৭ পিএম

চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয় ৪১টি কোম্পানি। এসব কোম্পানির ৫৮ কোটি ২৮ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্যমতে, কোম্পানিগুলোর মোট ৮৯ লাখ ৭১ হাজার ৯৩৭টি শেয়ার ৭২বার হাতবদল হয়েছে।

ডিএসই’র ওয়েবসাইট থেকে নেয়া তথ্যচিত্র

এছাড়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৮ কোটি ৭২ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন করেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটি ৩টি ট্রেডে ১১ লাখ ৪৬ হাজার-টি শেয়ার হাতবদল হয়েছে।

অপর দিকে ব্লক মার্কেটে সবচেয়ে কম লেনদেন করেছে সামিট পাওয়ার কোম্পানি লিমিটেড। এটির লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকার বেশি শেয়ার। একটি ট্রেডে হাতবদল হয়েছে ১৫ হাজার-টি শেয়ার।

আরও সংবাদ