ব্লক মার্কেট

রোববারও লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১, ০৪:০০ পিএম

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয় ২৬টি কোম্পানি। এসব কোম্পানির ৮৪ কোটি ৫০ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্যমতে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ৭৪ লাখ ২৮ হাজার ৭১১টি শেয়ার ৪৫বার হাতবদল হয়েছে।

ডিএসইর ওয়েবসাইট থেকে নেওয়া তথ্যচিত্র

এছাড়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩১ কোটি ৩ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন করেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটি ৪টি ট্রেডে ১৮ লাখ ২১ হাজার ৩৩০টি শেয়ার হাতবদল হয়েছে।

অপর দিকে ব্লক মার্কেটে সবচেয়ে কম লেনদেন করেছে কনফিডেন্স সিমেন্ট কোম্পানি লিমিটেড। এটির লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকার বেশি শেয়ার। একটি ট্রেডে হাতবদল হয়েছে ৪ হাজারটি শেয়ার।

আরও সংবাদ