পুঁজিবাজারে বেড়েছে সূচক, কমেছে লেনদেন

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১, ০৬:০৮ পিএম

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে রোববার (৫ ডিসেম্বর) সূচকের উত্থানের ধারায় লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ার দর বাড়লেও লেনদেন কমেছে।

এদিকে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ২৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

এছাড়া ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৩৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ ৮৯৪ কোটি ৯৮ লাখ টাকা। যা আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ২৪৫ কোটি  ১৯ লাখ টাকা।

অন্যদিকে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৪৫টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত আছে ৪৯টির।